করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলেন তারকা কুস্তিগির বজরং পুনিয়া, দিলেন ৬ মাসের বেতন
করোনাভাইরাসের সংক্রমণ বিশ্বজুড়ে। করোনার প্রকোপ থেকে বাঁচতে গোটা দেশ লকডাউন।
কোভিড ১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলেন ভারতের তারকা কুস্তিগির বজরং পুনিয়া। ২৫ বছর বয়সী অ্যাথলিট ঘোষণা করেন তাঁর ছয় মাসের বেতন তিনি দান করবেন।
ভারতীয় রেলে কর্মরত বজরং জানান, " আমার ছয় মাসের বেতন দান করার সিদ্ধান্ত নিয়েছি। " বজরং-এর এই উদ্যোগের প্রশংসা করেন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে টোকিও অলিম্পিক পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন ভারতের তারকা কুস্তিগির।
বজরং এর মতে, যে সব দেশ অলিম্পিক থেকে নাম তুলে নিচ্ছে তারা না থাকলে এত বড় একটা স্পোর্টিং ইভেন্ট জৌলুসহীন হয়ে পড়বে।