২০৫-এ ১! শীর্ষে বাংলার বক্রেশ্বর, ভারত সেরার মুকুট উঠল মাথায়
প্রসেনজিৎ মালাকার: দেশের সেরা তাপবিদ্যুৎ কেন্দ্রের শিরোপা পেল বীরভূমের "বক্রেশ্বর"! সারা দেশে ২০৫টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে বীরভূমের "বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র" ভারত সেরা!
দেশের অন্যান্য তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকে টপকে বিদ্যুৎ উৎপাদনের নিরিখে "বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র" শীর্ষে উঠে এসেছে।
কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীনে থাকা 'কেন্দ্রীয় ইলেকট্রিসিটি অথরিটি' দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলির Ranking করে বলে জানা যায়।
কোন বিদ্যুৎকেন্দ্র বছরে সবথেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করে, সেই হিসেবে Ranking হয়ে থাকে।
এবার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের PLF বা প্ল্যান্ট লোড ফ্যাক্টর ৯২.৩৮ শতাংশ। যা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।
এ তথ্য জানান বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার প্রদীপ্ত মুখোপাধ্যায়।