লাভ জেহাদ বিরোধী আইন থাকলে মেয়েকে হারাতে হতো না, আক্ষেপ বল্লভগড়ের ছাত্রীর বাবার
লাভ জেহাদ ঠেকাতে আইন আনছে উত্তরপ্রদেশের যোগী সরকার। মেয়েকে হারিয়ে এখন সেই আইনের কথাই বলেছেন উত্তরপ্রদেশে বল্লভগড়ে গুলিতে নিহত কলেজ ছাত্রীর বাবা।
গত সোমবার প্রকাশ্য রাস্তায় নিকিতা তোমর নামে এক কলেজ ছাত্রীকে খুন করে তৌসিফ নামে এক যুবক। গুলি করা হয় নিকিতার কলেজের সামনেই। গোটা ঘটনাটিকে লাভ জেহাদ বলেই মনে করছে কোনও কোনও মহল। অভিযোগ, নিকিতাকে বিয়ে করার জন্য তাকে ধর্ম পরিবর্তনের জন্য জোর দিচ্ছিল তৌসিফ। নিকিতার পরিবারের এক সদস্যে অভিযোগ, তৌসিফের মা ফোন করে নিকিতাকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ দিত।
মেয়েকে হারানোর পর রাজ্য়ে প্রস্তাবিত লাভ জেহাদ বিরোধী আইনের কথা বলেছেন নিকিতার বাবা। সংবাদমাধ্যমে তিনি বলেন, রাজ্যে যদি লাভ জেহাদের বিরুদ্ধে আইন থাকতো তাহলে মেয়েকে হারাতে হতো না।
নিকিতা তোমরকে গুলি করার কথা স্বীকার করেছে তৌসিফ। পুলিসকে সে জানিয়েছে, নিকিতার সঙ্গে অন্য এক যুবকের বিয়ে পাকা হয়ে গিয়েছিল। আর তাই সে রাগের বশে নিকিতাকে গুলি করে। এমনকী ঘটনার আগের দিন রাতে তাঁর সঙ্গে নিকিতার প্রায় এক হাজার সেকেন্ড কথা হয়েছে বলেও পুলিস জানতে পেরেছে।
নিকিতা সোমবার কলেজে গিয়েছিলেন পরীক্ষা দিতে। পরীক্ষার শেষ হওয়ার পর কলেজের গেটের বাইরে এক বান্ধবীর সঙ্গে দাঁড়িয়ে ছিল। তখনই তৌসিফ ও আরেক যুবক তাঁকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। ব্যর্থ হয়ে শেষে নিকিতাকে গুলি করে পালায় তৌসিফ।