প্লাস্টিকমুক্ত ভারত গড়ার ডাক মোদীর, ২ অক্টোবর থেকে চালু হচ্ছে বাঁশের বোতল
নিজস্ব প্রতিবেদন: প্লাস্টিকমুক্ত দেশ গড়ার ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই প্লাস্টিকের পণ্যের উপরে লাগাম টেনেছে কেন্দ্র। আরও একধাপ এগিয়ে এবার প্লাস্টিকের বদলে বাঁশের বোতল ব্যবহারের উপরে জোর দিচ্ছে মোদী সরকার।
ক্ষমতায় আসার পর স্বচ্ছ ভারত কর্মসূচির সূচনা করেন নরেন্দ্র মোদী। এবার ২ অক্টোবর ওই কর্মসূচিকে পরের ধাপে নিয়ে যেতে চাইছে কেন্দ্র।
২ অক্টোবর, গান্ধী জয়ন্তীতে বাজারে আসতে চলেছে বাঁশের বোতল।
বাঁশের বোতল আনার ভাবনার নেপথ্যে রয়েছে ক্ষুদ্র ও ছোটশিল্পের অন্তর্গত খাদি গ্রামোদ্যোগ।
১ অক্টোবর বোতলের আনুষ্ঠানিক প্রকাশ করবেন সড়ক ও পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী।
২ অক্টোবর শুরু হয়ে যাবে খোলা বাজারে বোতলের বিক্রি।
পরিবেশবান্ধব ৭৫০ মিলিলিটার বোতলের দাম পড়বে ৩০০ টাকা। বলে রাখি, ইতিমধ্যেই মাটির কলসির বিপণন শুরু হয়ে গিয়েছে।