তামিমদের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচ
বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন নিল ম্যাকেঞ্জি। কিন্তু শুধুমাত্র ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটেই বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন তিনি।
পারিবারিক কারণে বাংলাদেশের টেস্ট দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করছেন না নিল ম্যাকেঞ্জি। তাই টেস্ট দলের ব্যাটিং কোচের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের টেস্ট দলের ব্যাটিং কোচের পরামর্শদাতা হিসেবে বিসিবি-র পছন্দ হয়েছিল সঞ্জয় বাঙ্গারকে।
ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের সঙ্গে কথাবার্তাও অনেক দূর এগিয়েছিল। আট সপ্তাহের জন্য বাংলাদেশের ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন বাঙ্গার।
কেন বিসিবি-র প্রস্তাব ফিরিয়ে দিলেন বাঙ্গার? স্টার স্পোর্টসের সঙ্গে চুক্তির কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সঞ্জয় বাঙ্গার।