বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফির বিপদ কাটল, পরিবার এখনও সুরক্ষিত নয়
বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা করোনার বিরুদ্ধে লড়াই জিতেছেন। ২০ জুন করোনা টেস্টে পজিটিভ হয়েছিলেন মাশরাফি।
মাশরাফি জানিয়ছেন, এবার করোনা টেস্টে তিনি নেগেটিভ হয়েছেন। বাংলাদেশের আরও এক ক্রিকেটার নাজমুল অপুুও তিন সপ্তাহের মধ্যে করোনাকে হারিয়ে সেরে উঠেছেন।
করোনা পজিটিভ হওয়ার পর থেকে বাড়িতেই আইসোলেশনে ছিলেন মাশরাফি। মাসখানেকের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গিয়েছে।
মাশরাফি সেরে উঠলেও তাঁর স্ত্রী সুমনা এখনও করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন। দুসপ্তাহ আগে তিনিও করোনা পজিটিভ হয়েছিলেন। তবে তাঁর শারীরিক অবস্থা এখন আগের থেকে ভাল আছে বলে জানিয়েছেন মাশরাফি।
বাংলাদেশের আওয়ামী লিগের সাংসদ মাশরাফি মানুষের মাঝে কাজ করার সময় সংক্রমিত হয়েছিলেন বলে আন্দাজ করা হচ্ছিল। এদিন মাশরাফি ফেসবুক পোস্ট করে সবাইকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করেছেন।