Bangladesh Flood: একটুকরো `মাটি`র খোঁজে...বন্যাবিধ্বস্ত বাংলাদেশের ভয়াবহ ছবি..

Fri, 23 Aug 2024-12:35 pm,
Bangladesh Flood

সেলিম রেজা: চারদিকে শুধুই জল আর জল! ত্রিপুরায় গোমতী নদীর অববাহিকা এলাকায় রেকর্ড ভাঙা প্রবল বর্ষণ, আর তাতেই বাংলাদেশের ১২ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। 

 

Bangladesh Flood

জলবন্দি ৩৬ লাখ মানুষ। জলে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইতিমধ্যেই গত ২ দিনে ৪ জেলায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

 

Bangladesh Flood

বন্যা দেখা দিয়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালি, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায়। 

 

জলের তলায় রেললাইন। ফলে রেল যোগাোগ বিচ্ছিন্ন চট্টগ্রাম ও সিলেট। ঢাকা–চট্টগ্রাম সড়কও জলের তলায়। গাড়ি চলাচল করছে অনেক ধীরগতিতে। 

 

বন্যাকবলিত এলাকায় নেই বিদ্যুৎ। বিদ্যুৎ না থাকায় মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। কাজ করছে না মোবাইল ফোন। ফলে যোগাযোগবিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা।

 

বন্যার্তদের সহায়তায় বাংলাদেশের ৫ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাদ্য বিতরণ করছেন সেনাসদস্যরা।

 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বলে জানা গিয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link