Bangladesh Protest: গণভবনে ন্যক্কারজনক লুটপাঠ! উন্মত্ত জনতা নিয়ে গেল হাসিনার হাঁস, শাড়ি এবং...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দেশত্যাগের পর গণভবন দখল করেছেন বিক্ষোভকারীরা। তারপরেই বঙ্গভবনের ভেতরের ছবি দেখে শিউরে উঠছেন সকলে।
কেউ নিয়ে যাচ্ছেন হাসিনার শাড়ি, তো কেউ শুয়ে আছেন খাটে। আবার অনেকে খাবার খেতে খেতেও সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দিচ্ছেন।
যে ভবন থেকে দেশ পরিচালিত হয়, প্রধানমন্ত্রীর সেই বাসভবনের নাম গণভবন। বাংলাদেশের পতাকা হাতে অনেকে গণভবনের মাথায় চড়েন।
এমনকী ঢাকায় বঙ্গবন্ধুর মূর্তিতে হাতুড়ির ঘা। স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাড়িতে আগুন। শেখ হাসিনার বাসভবনে হামলা চালাল আন্দোলনকারীরা। অবাধে চলছে লুঠপাঠ।
হাসিনার বাড়ির পুকুরে চড়ে বেড়ানো রাজহাঁস, তো কেউ নিয়ে যাচ্ছেন পুকুরের মাছ। খরগোশ,বালিশ, তোষক থেকে টেলিভিশন বাদ পড়ছে না কিছুই।
গণভবনের লনে ঘুরে বেড়াচ্ছে মানুষ। সুইমিং পুলে শুধুই ভিড়। বাড়ির ভিতরে রয়েছে সাজানো কাঠের নৌকা। তাও নিয়ে বেরিয়ে পড়েছে।
বাংলাদেশের গণভবনে লুঠপাঠ, সরকার পতনের পরই বেনজির দৃশ্য। গণভবন, বঙ্গভবন, বিজয় সরণি, সংসদ ভবন সর্বত্র আগুন জ্বলছে।
বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত ভবন আন্দোলনকারীদের দখলে। বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি ভাঙছেন বিক্ষোভকারীরা।
এক জন যুবককে আবার হাসিনার বেডরুমে ঢুকে তাঁর বিছানায় সটান শুয়ে পড়তে দেখা গিয়েছে।
সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এবার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।
যদিও অনির্বাচিত দল যেন ক্ষমতা দখল না করে, সেনাকে এই বার্তাই দিয়েছিলেন হাসিনার ছেলে সঞ্জীব জয় ওয়াজেদের।
সমাজমাধ্যমে এমনই বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা।