Bangladesh Protest: স্বজনপোষণ ইউনূসের? জেনে নিন, ঘনিষ্ঠ বান্ধবীদের কী ভাবে যুক্ত করছেন সরকারে...

Soumitra Sen Thu, 15 Aug 2024-6:07 pm,

পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে হাসিনা সরকারকে ফেলে দিয়েছে, পরবর্তীতে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। তার মাথা মুহাম্মদ ইউনূস।

কিন্তু, শোনা যাচ্ছে, অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরেই নিজের খেলায় নেমে পড়েছেন ইউনূস।

অন্তর্বর্তী সরকার গঠন করার আগেই দুই ঘনিষ্ঠ বান্ধবী নূরজাহান বেগম ও সৈয়দা রিজওয়ান হাসানকে 'উপদেষ্টা'র মতো গুরুত্বপূর্ণ পদে বসান তিনি। নূরজাহান বেগম গ্রামীণ ব্যাঙ্কের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ইউনূসের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন আছেই।

এই দুই ঘনিষ্ঠের পরে এবার তাঁর আর এক ঘনিষ্ঠ লামিয়া মোরশেদকেও ইউনূস বিশেষ পদে বসাচ্ছেন বলে খবর।

শোনা যাচ্ছে, বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করা হচ্ছে বিএনপি-র কট্টর সমর্থক হিসেবে পরিচিত এবং ২০০৭ সালে তৎকালীন সেনাপ্রধান মইন ইউ আমেদের কুকর্মের প্রধান সঙ্গী আলি ইমাম মজুমদারকে। 

এই আলি ইমাম মজুমদার আবার মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থা সিআইএ-র এজেন্ট হিসেবেও পরিচিত! ২০০৭ সালে শেখ হাসিনাকে গ্রেফতার করানোর পিছনে নাকি এঁরই হাত ছিল! 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link