Bangladesh Protest: হাসিনার বিরুদ্ধে মাছব্যবসায়ীকে খুনের মামলা! জেনে নিন, হাসিনাকে নিয়ে অন্তর্বর্তী সরকার কী করতে চলেছে...

Soumitra Sen Mon, 19 Aug 2024-8:00 pm,

মৎস্য ব্যবসায়ীকে খুনের অভিযোগে এবার মামলা হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। 

শাহনাজ বেগম এই মামলাটি করেছেন। এই শাহনাজ বেগমই হলেন ওই মৃত মৎস্যজীবীর স্ত্রী। 

শাহনাজ বেগম হলেন মহম্মদ মিলনের স্ত্রী। এই মহম্মদ মিলন সংরক্ষণ আন্দোলনের জেরে মারা যান।

ঘটনাটি ঘটেছিল ২১ জুলাই। ঘটনার দিনে স্থানীয় ফিশ মার্কেট থেকে যখন বাড়ি ফিরছিলেন তখন গুলিবিদ্ধ হন তিনি! 

এই ঘটনায় হাসিনার সঙ্গে অপরাধী সাব্যস্ত হয়েছেন হাসিনা ক্যাবিনেটের ভূতপূর্ব সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী, আইনমন্ত্রী শামিম ওসমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এঁরা ছাড়াও ৫৬ জন অপরাধী সাব্যস্ত!

হাসিনা সরকারের পতনের পরে সারা বাংলাদেশে প্রতিবাদ বিক্ষেভের যেসব কাণ্ড ঘটেছে তার জেরে অন্তত ২৩০ জন মারা গিয়েছেন। তবে এই সময়-পর্বে বাংলাদেশে মোট মারা গিয়েছেন ৬০০ জন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link