IND vs BAN: `আমরা জানি না কীভাবে ১৮০ করতে হয়, ১০ বছর ধরে সেই একরকম খেলছি`!

Mon, 07 Oct 2024-3:43 pm,

গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ, তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ ভারত জিতে নিয়েছে ৭ উইকেটে। তাও আবার হাতে ৪৯ বল রেখে। বাংলাদেশ মুখ তুলতেই পারেনি মাঠে। পদ্মাপারের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলার পর সাফ স্বীকার করে নিলেন যে, তাঁর দল টি-২০ ক্রিকেটটাই খেলতে পারে না!

দেখুন আমাদের সামর্থ্য আছে, কিন্তু আমাদের অনেক উন্নতির জায়গা আছে। গত ১০ বছর ধরে আমরা এভাবেই ব্যাটিং করে আসছি। মাঝে মাঝে আমরা ভালো করি। আমাদের কিছু পরিবর্তন করতে হবে, সম্ভবত আমরা দেশে যেখানে অনুশীলন করি সেখানেই জোর দিতে হবে।'

'আমরা ঘরের মাঠে ১৪০-১৫০ রানের উইকেটে খেলি। আমাদের ব্যাটাররা তো ১৮০ রান করতেই জানে না। আমি শুধু উইকেটকেই দায়ী করব না, আমাদের দক্ষতা ও মানসিকতা বিবেচনা করতে হবে। আমি বলব না যে, আমরা খারাপ খেলেছি। আমরা এর চেয়ে ভালো দল। আমরা দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে ভালো করতে পারিনি, তবে আমি বিশ্বাস করি না যে, আমরা দল হিসেবে এত খারাপ দল!'

'আমি কোনও ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাই না। আমার মনে হয় ব্যাটিং ইউনিট ভালো করেনি। রান করার ক্ষেত্রে যেভাবে আমাদের আগ্রাসন দেখানোর ছিল ডেলিভারি বুঝে, সেটা পারিনি। আমরা এই নিয়ে ভাবব। তবে দৃষ্টিভঙ্গি বদলের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে পারি না।'

 

'পাওয়ারপ্লে অবশ্যই চিন্তার বিষয়। আমরা খেলার আগে যে পদ্ধতির নিয়ে কথা বলেছি, ব্যাট হাতে ভালো শুরু করতে পারলেই তা সফল হবে।আমাদের প্রথম ছয় ওভারে উইকেট ধরে রাখতে হবে এবং রান করতে হবে। নাহলে যারা পরে আসছে, তাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে ওঠে। আমরা পাওয়ারপ্লেতে ধুঁকেছি। পাওয়ার প্লেতে যারা ব্যাট করছে তাদের আরও দায়িত্ব নিতে হবে।'

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link