Bangladesh: জ্বালানিতে টান! ১.৩০ লাখ মেট্রিক টন ডিজেলের জন্য সেই ভারতের উপরেই ভরসা ইউনূসের

Tue, 28 Jan 2025-6:44 pm,
জ্বালানি সমস্যা

শেখ হাসিনা দেশ ছাড়ার পর ভারতের সঙ্গে সম্পর্ক বেশ খানিকটা খারাপ হয়েছে বাংলাদেশের। দুদেশের বাণিজ্যেও তার প্রভাব পড়েছে। এদিকে জ্বালানি সমস্যায় ভুগছে মহম্মদ ইউনূস সরকার। ফলে ভারত থেকে বিপুল পরিমাণ ডিজেল আমদানি করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ।

কত ডিজেল আমদানি

বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়ে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মোট ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে। এমনটাই সিদ্ধান্ত হয়েছে।

মোট খরচ

ওই বিপুল পরিমাণ ডিজেল আমদানি করতে বাংলাদেশ সরকারের খরচ হবে ১ হাজার ১৩৭ কোটি ৯৬ লাখ টাকা।

মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিনের সভপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ভারত থেকে এই ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৫ বছর মেয়াদি চুক্তির আওতায় ২০১৬ থেকে ডিজেল আমদানি করছে বাংলাদেশ। পাইপলাইন নির্মাণের আগে রেল ওয়াগনের মাধ্যমে ডিজেল আমদানি করা হত। তবে ২০২৩ সালের ১৮ মার্চ থেকে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করা হচ্ছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link