লজ্জা! বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল নিউ জিল্যান্ড
৩৩১ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল নিউ জিল্যান্ড। কিন্তু মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। মাত্র ২৪২ রানে শেষ তারা। ৩-০-তে হেরে হোয়াইটওয়াশ মাশরাফি মোর্তাজার দল।
বাংলাদেশের সাব্বির রহমান এই ম্যাচে সেঞ্চুরি করলেন। কিন্তু তাতেও দলের হার এড়াতে পারলেন না। মুস্তাফিজুর রহমান ১০ ওভারে ৯৩ রান দিলেন।
সিরিজের প্রথম দুই ওয়ান-ডে ম্যাচের মতো এবারও বাংলাদেশের টপ-অর্ডারের ব্যর্থতাকে হারের কারণ হিসাবে দায়ি করছে বাংলাদেশের ক্রিকেটমহল।
নিউজিল্যান্ডের টিম সাউদি এদিন একাই বাংলাদেশের ব্য়াটিংয়ের কোমর ভেঙে দেন। সৌম্য সরকার, লিটন দাস, তামিম ইকবালকে শুরুতেই তুলে নেন তিনি। সাউদি এই ম্যাচে ছয় উইকেট পেয়েছেন।
হেনরি নিকোলেস (৬৪), রস টেলর (৬৯), টম লাথাম (৫৯) নিউ জিল্যান্ডকে শক্ত ভিতে দাঁড় করিয়ে দেন।