হাওয়া গরম করে দিচ্ছে বাংলাদেশের স্লেজিং! আউট দিব্যাংশ, স্লো এগোচ্ছে ভারতের ইনিংস
প্রথম বল থেকেই স্লেজিং। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের বোলাররা নতুন অস্ত্র প্রয়োগ করে চলেছেন ম্যাতের শুরু থেকেই।
প্রথম দুই ওভারেই মেডেন নেন বাংলাদেশের দুই পেসার সরিফুল ও সাকিব। ভারতের দুই ওপেনার যশস্বী ও দিব্যাংশ শুরু থেকেই ধরে খেলতে থাকেন। ফলে স্লো এগোয় ইনিংস।
টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ক্যাপ্টেন আকবর আলি। ১৭ বল খেলে ২ রান করে আউট হন ভারতের দিব্যাংশ সাক্সেনা। বাংলাদেশের পেসাররা ক্রমাগত স্লেজিং করে তাঁকে উত্যক্ত করার চেষ্টা করছিলেন।
হাজার স্লেজিং করেও যশস্বী জয়সওয়ালের মনোবল নড়াতে পারেননি বাংলাদেশী বোলাররা। তিনি ধীরে সুস্থে খেলে যান। ১২ ওভারে ৩১ রান ভারতের।
যশস্বী ও তিলক বর্মা ভারতীয় ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন। পচেস্ট্রুমেরপ উইকেটে ব্যাটিং করা সহজ হচ্ছে না। পেসারার বাড়তি সুবিধা পাচ্ছেন।