Bank Holidays: ডিসেম্বরে ১২দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জেনে নিন কোন কোন দিন

Soumitra Sen Sat, 27 Nov 2021-4:48 pm,

ব্য়াঙ্কের ছুটি ব্যাঙ্ক গ্রাহকদের একটা মাথাব্যথার কারণ। অনেকেরই অনেকরকম জরুরি কাজ থাকে, যা সম্পূর্ণ ভাবে ব্যাঙ্ক-নির্ভর। ফলে ব্যাঙ্ক বন্ধ থাকলে অনেক রকম অসুবিধা হয়। 

এই ডিসেম্বরে সমস্ত পাবলিক ও প্রাইভেট সেক্টর ব্যাঙ্কে মোট ১২ দিন ছুটি থাকবে। এর মধ্যে অবশ্য উইকেন্ডও পড়ে গিয়েছে। রয়েছে ক্রিস্টমাসও। কেননা, ক্রিস্টমাস পড়েছে শনিবার, যেটি ঘটনাচক্রে ফোর্থ স্যাটার ডে। ফোর্থ স্যাটার ডে ব্যাঙ্ক বন্ধ।  

ব্য়াঙ্কের ছুটির অনেক রকমফের থাকে। আরবিআই-এর ছুটি তালিকায় মোটামুটি তিনটি ক্যাটেগরি। যেমন, স্টেট-স্পেসিফিক ছুটি; ধর্মীয় ছুটি; উৎসব।

এবার ছুটির তালিকাটায় একটু চোখ বুলিয়ে নেওয়া যাক।

ডিসেম্বর ৩: এই ছুটিটি গোয়ায়। ফিস্ট অফ সেন্ট ফ্রান্সিস।  ডিসেম্বর ১৮: এটি শিলংয়ে।  ডিসেম্বর ২৪: আইজল, শিলংয়ে। ক্রিস্টমাস ইভ।  ডিসেম্বর ২৫: ক্রিসমাস  ডিসেম্বর ২৭: আইজলে, ক্রিসমাস উৎসব  ডিসেম্বর ৩০: শিলং ডিসেম্বর ৩১: আইজলে নিউ ইয়ার্স ইভ

এ তো গেল ৭ দিনের হিসেব। এর বাইরে শনিবার-রবিবারগুলিকেও মাথায় রাখতে হবে। যেমন-- ৫ ডিসেম্বর: রবিবার, ১১ ডিসেম্বর: সেকেন্ড স্যাটার ডে, ১২ ডিসেম্বর: রবিবার, ১৯ ডিসেম্বর: রবিবার, ২৫ ডিসেম্বর: ক্রিসমাস এবং ডিসেম্বরের ফোর্থ স্যাটার ডে, ২৬ ডিসেম্বর: রবিবার। 

 

দেখতে গেলে পশ্চিমবাংলার মানুষকে ক্রিসমাসের সময়েই একটু সতর্ক থাকতে হবে। মনে করে ব্যাঙ্কের পড়ে-থাকা কাজগুলি করে নিতে হবে। কেননা, ফোর্থ স্যাটার ডে তথা ২৫ ডিসেম্বর ব্যাঙ্ক বন্ধ, বন্ধ তার পরের দিনও, রবিবার। এতএব ছুটির আগে, ২৪ ডিসেম্বর শুক্রবার বা ছুটির পরে সোমবার ব্যাঙ্কে দারুণ ভিড় হবে। তাই ভিড় এড়াতে আগে-ভাগেই সেরে রাখুন জরুরি কাজ।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link