নভেম্বরে টানা ছুটি, ব্যাঙ্ক যাওয়ার আগে দেখে নিন তালিকা
নিজস্ব প্রতিবেদন: ব্যাঙ্কে যাওয়ার আগে, জেনে নিন আগামী সপ্তাহে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। জরুরি কোনও কাজ থাকলে তা আগাম সেরে ফেলুন।
দীপাবলির পর উৎসব মরসুমে ব্যাঙ্কের ছুটির তালিকায় আগামী সপ্তাহে রয়েছে তিন দিন।
১৬ নভেম্বর সোমবার ভাইফোঁটার জন্য এবং ২০ ও ২১ নভেম্বর ছট পুজোর কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক। অন্যদিকে ২২ নভেম্বর রবিবার।
২৮, ২৯ এবং ৩০ নভেম্বর ছুটি থাকবে ব্যাঙ্ক। ২৮ ও ২৯ চতুর্থ শনিবার ও রবিবার, ৩০ নভেম্বর গুরু নানকের জন্মদিন উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক। অর্থাৎ টানা তিন দিন ব্যাঙ্কের কাজ করতে পারবেন না আপনি।
বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত উৎসব অনুসারে নভেম্বর মাসে ছুটি থাকবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) ওয়েবসাইটে গিয়ে আপনি এ সম্পর্কে সঠিক তথ্য পেতে পারেন।