জরুরি খবর: ৫দিনের পর ফের ২দিনের ধর্মঘট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে

Sun, 06 Jan 2019-5:23 pm,

ব্যাঙ্ক অব বারোদা, বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্কের বিলয়ের প্রতিবাদে পাঁচদিনের ধর্মঘট ডেকেছিল ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির জোট  All India Bank Employees' Association (AIBEA)। এবার আবার ধর্মঘটের পথে হাঁটতে চলেছে তারা। 

রাষ্ট্রায়ত্ত ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হচ্ছে এআইবিইএ। ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া নির্দেশিকায় জানিয়েছে, ব্যাঙ্কিং শিল্পে একাধিক ইস্যুতে ৮ ও ৯ জানুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে All India Bank Employees' Association (AlBEA) & Bank Employees Federation of India (BEFI)। 

ব্যাঙ্কিং কাজকর্ম সচল রাখার আশ্বাস দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বলে রাখি, গত ২০ দিনে এটা তৃতীয় ধর্মঘট। 

ফলে ইউনাইটেড ব্যাঙ্ক টাকা জমা, তোলা বা চেক ভাঙানোর থাকলে ৮ ও ৯ জানুয়ারির আগে সেরে নিন।    

নির্দিষ্ট কী কারণে ধর্মঘট, তা স্পষ্ট নয়। জানা গিয়েছে, সরকারেরর শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে ধর্মঘট ডেকেছে শ্রমিক সংগঠনগুলি। 

এর আগে ব্যাঙ্ক অব ইন্ডিয়া, বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্কের বিলয়ের প্রতিবাদে ধর্মঘট পালন করেছিল কর্মী সংগঠনগুলি। কিন্তু তা সত্ত্বেও তা ঠেকানো যায়নি। তিনটি ব্যাঙ্ক একত্রীকরণের প্রস্তাবে সম্মতি দিয়েছে সরকার। একইসঙ্গে জানিয়ে দিয়েছে, কোনও কর্মীর চাকরি যাবে না। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link