Bank Holidays: জুন মাসে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ, জেনে নিয়ে আগে থেকেই প্ল্যান করুন
কয়েকদিন পরেই পড়ছে নতুন মাস। কিন্তু খোয়াল রাখার বিষয় হল জুন মাসে দেশের সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে ছুটি থাকছে ১২ দিন। ফলে ফেলে রাখা কাজ সময়মতো করে ফেলতে হবে।
ওইসব ছুটির মধ্যে রয়েছে সেকেন্ড ও ফোর্থ সাটার ডে ও এমাসের ৫ রবিবার। তবে ছুটির মধ্যে থাকছে আঞ্চলিক ছুটিগুলি। তবে অনলাইন ব্যাঙ্কিং ও এটিএম চালু থাকবে। সবচেয়ে ভালো হয় আপনার ব্যাঞ্চে গিয়ে একবার খবর নিয়ে নিলে। তাতে ব্যাঙ্কের কাজে প্ল্যান করতে সুবিধে হবে।
৯ জুন মহারানা প্রতাপ জয়ন্তী উপলক্ষ্যে ছুটি থাকবে হিমাচাল প্রদেশ, হরিয়ানা ও রাজস্থানে। ১০ জুন শ্রী গুরু অর্জুন দেবের শহিদ দিবস উপলক্ষ্যে ছুটি থাকবে পঞ্জাবে।
১৪ জুন পাহেলা রাজা উপলক্ষ্যে এদিন ওড়িশায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৫ জুন ব্যাঙ্ক বন্ধ থাকবে মিজোরামে। ওইদিন ওড়িশায় রাজ সংক্রান্তি উপলক্ষ্যে ব্যাঙ্ক ছুটি থাকবে।
১৭ জুন বকর ইদ। ফলে ব্যাঙ্ক বন্ধ। ২১ জুন একাধিক রাজ্য ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৮ জুন সেকেন্ড সাটারডে, ২২ জুন ফোর্থ সাটার ডে। ২, ৯, ১৬, ২৩ ও ৩০ জুন ব্যঙ্ক বন্ধ কারণ ওই দিনগুলি রবিবার।