টানা ৫ দিন ব্যাঙ্ক বন্ধের খবরে সত্যিটা স্পষ্ট করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক
জাতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গিয়েছিল, সেপ্টেম্বরের প্রথম ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে। জন্মাষ্টমী ও পরপর দুদিন আরবিআই কর্মীদের ধর্মঘটের জেরে এই জল্পনা ছড়িয়ে পড়েছিল।.
পাঁচদিন ছুটি থাকছে না ব্যাঙ্ক। অর্থমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, ৫দিন ব্যাঙ্ক ছুটি থাকার খবরটি নজরে এসেছে। এতে সাধারণের মধ্যে ভয় ছড়াচ্ছে।
পয়লা সেপ্টেম্বরের প্রথম শনিবার। মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ফলে ওইদিন যথারীতি ব্যাঙ্ক খোলা থাকবে।
রবিবার ব্যাঙ্কের এমনিতেই ছুটি।
৩ সেপ্টেম্বর জন্মাষ্টমী। তবে ওই দিন জাতীয় ছুটি নয়। ফলে উত্তর ভারতের কয়েকটি রাজ্য বাদে ভারতের অন্যত্র ব্যাঙ্কের কাজকর্মে কোনও ছেদ পড়বে না।
৪ ও ৫ সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে United Forum of Reserve Bank Officers and Employees। তবে এই ধর্মঘটে সামিল হবেন শুধু আরবিআই কর্মীরাই। সেক্ষেত্রে সাধারণ ব্যাঙ্কে কোনও প্রভাব পড়বে না। তবে বড় লেনদেন ও নেট-লেনদেনে সমস্যা হতে পারে।
উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, সব দিনই এটিএমের পরিষেবা অব্যাহত থাকবে।