ব্যানার যুদ্ধ! `স্বচ্ছ ভাবমূর্তির প্রতীক রাজীব ব্যানার্জি জিন্দাবাদ` হাওড়াজুড়ে
রাজ্যজুড়ে কাটআউট যুদ্ধ, একুশের আগে টানটান উত্তেজনা রাজনৈতিক মহলে। কলকাতার শ্যামবাজার এলাকার পর হাওড়ার ডোমজুড়ে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এর পোস্টার।
নদিয়ার রানাঘাট পৌর এলাকা-সহ হবিবপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া বেশ কিছু এলাকায়, আজ সকাল থেকেই একাধিক ফ্লেক্স ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
সোমবার সকালে ডোমজুড়ের শলপ এলাকার বাসিন্দারা দেখেন ছ নম্বর জাতীয় সড়ক, শলপ বাজার এলাকায় এবং লালবাড়ি এলাকায় পোস্টার পড়েছে। কোথাও লেখা 'ছাত্র যুব নয়নের মণি'। আবার কোথাও 'স্বচ্ছ ভাবমূর্তির প্রতীক রাজীব ব্যানার্জি জিন্দাবাদ। আমরা দাদাকে ভালোবাসি।'
রাজীব বন্দ্যোপাধ্যায় এর ছবি দিয়ে পোস্টারে লেখা আছে "অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে", 'আমাদের অনুপ্রেরণা দাদা' ইত্যাদি। রাজীব ব্যানার্জির পোস্টার পড়েছে নবান্নের সামনে, নবান্ন সংলগ্ন কোনা এক্সপ্রেস ওয়েতে। কোনা এক্সপ্রেস ওয়ের বিভিন্ন জায়গা সহ হাওড়া ময়দায়,পুরসভা চত্ত্বর,ড্রেনেজ ক্যানেল রোডে পোস্টার। লেখা রয়েছে একটাই জননেতা রাজীব ব্যানার্জি।
'সৌজন্যে আমরা দাদার ভক্ত'। ডোমজুড় বিধানসভা এলাকার বিধায়ক রাজীব বন্দোপাধ্যায়। সূত্রের খবর রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা এই পোস্টটার লাগিয়েছেন।