করোনায় কাবু কণিকা, বলিউড গায়িকার বিরুদ্ধে বিস্ফোরণ বাপ্পি লাহিড়ির
লন্ডন থেকে ফেরার পর জমিয়ে পার্টি করে শেষে করোনায় আক্রান্ত হন কণিকা কাপুর। বলিউডের জনপ্রিয় গায়িকা ৯ মার্চ ভারতে ফিরলেও, ১৮ মার্চ কোভিড ১৯-এ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে
কণিকা কাপুর লন্ডন থেকে ফেরার পর ৩ দিন বন্ধুবান্ধব এবং বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করেন, তাতে তাঁদেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই কণিকার মামরাবাড়ির লোকজনদের উপর নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি তাঁদের স্বাস্থ্যও পরীক্ষা করা হচ্ছে বলে খবর। সেই সঙ্গে তথ্য লুকনোর অভিযোগে কণিকার বিরুদ্ধে ইতিমধ্যেই দায়ের করা হয়েছে এফআইআর
লন্ডন থেকে ফেরার পর কণিকা যেভাবে লখনউ এবং কানপুরে হাজির হয়ে মামারবাড়ির লোকজন এবং বন্ধুদের সঙ্গে মেলামেশা করেছেন, তাতে গায়িকার বৃদ্ধ দিদিমার জন্য চিন্তা হচ্ছে। কণিকার দিদিমা যেন সুস্থ থাকেন সেই আশা প্রকাশ করেন মিট ব্রোস-এর মনমীত
কণিকা কাপুরের বিরুদ্ধে ক্ষোভ লুকোননি বাপ্পি লাহিড়িও। তিনি বলেন, বর্তমানে যা পরিস্থিতি, তাতে লন্ডন ছেড়ে এই মুহূর্তে কণিকার ভারতের আসার কোনও প্রয়োজন ছিল না। প্যার মে থোড়া ট্যুইস্ট নামে একটি অ্যালবাম মুক্তির জন্য ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কণিকার সঙ্গে দেখা হয়েছিল তাঁর। তারপরই কণিকা লন্ডনে উড়ে যান বলে জানান বাপ্পি লাহিড়ি
করোনায় আক্রান্ত হওয়ার পর কণিকা কাপুরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হৃষি কাপুর। তিনি বলেন, আজকাল কয়েকজন কাপুরের সময় ভাল যাচ্ছে না। ভগবান ওঁদের সুমতি দিন।