সুরাপ্রেমীদের জন্য সুখবর, রাজ্যে রাত ৩টে পর্যন্ত খোলা থাকবে পানশালা
সুতপা সেন: রাজ্যের সুরাপ্রেমীদের জন্য সুখবর। আসন্ন বড়দিন ও ইংরেজি বর্ষের প্রথম দিন বর্ষে রাত ১২টার পর আর বন্ধ হবে না পানশালা। (প্রতীকী ছবি)
বড়দিন ও নব বর্ষে অতিরিক্ত সময় খোলা থাকবে পানশালা। রাত তিনটে পর্যন্ত পানশালা খুলে রাখার ছাড়পত্র দিয়েছে আবগারি দফতর। (প্রতীকী ছবি)
বিদেশের মতো এরাজ্যে ১২টার পর আরও কিছুক্ষণ পানশালা খোলার রাখার জন্য দরবার করেছিলেন পানশালা কর্তৃপক্ষ। সেই আবদনে সাড়া দিয়েছে রাজ্য সরকার। (প্রতীকী ছবি)
সাধারণভাবে ১২টা পর্যন্ত পানশালা খোলা রাখতে পারে কর্তৃপক্ষ। তবে শনি ও রবিবার অতিরিক্ত অনুমতি নিয়ে বেশ কয়েকটি পানশালা খোলা থাকে। সে জন্য অবশ্য গুণাগার দিতে হয় তাদের। (প্রতীকী ছবি)
উত্সবের মরসুমে ১২ টার পর পানশালা খোলা রাখতে গেলে অতিরিক্ত অর্থ দিতে মালিকদের। ১টা পর্যন্ত খোলা থাকলে ১০,০০০ টাকা, ২ টো পর্যন্ত ২০,০০০ টাকা এবং তিনটে পর্যন্ত খোলা থাকলে ২৫,০০০ টাকা দিতে হবে। (প্রতীকী ছবি)
বলে রাখি, ক্লাব, বার ও পাঁচতারা হোটেলের ক্ষেত্রেই নিয়ম প্রযোজ্য। সাধারণ খুচরো দোকান কিন্তু অতিরিক্ত সময় খোলা থাকবে না। (প্রতীকী ছবি)