সাইকেলে চেপে মাঠে এসে এস্পানিওলের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমে চমকে দিলেন বার্সা তারকা
মাঠে নেমে তাঁর কাজ রক্ষণভাগ সামলানো। কিন্তু মাঠের বাইরে বেশ সচেতন বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে।
বুধবার কাতালান ডার্বিতে এস্পানিওলের বিরুদ্ধে খেলতে পিকে স্টেডিয়ামে পৌঁছলেন সাইকেলে চেপে।
করোনাভাইরাসের কারণে গণপরিবহনে সাইকেলের ওপর বেশি গুরুত্ব দিয়েছে বার্সেলোনা প্রশাসন। তাই এস্পানিওলের বিরুদ্ধে মাঠে নামার আগে সাইকেলে চেপে স্টেডিয়ামে পৌঁছে সচেতন রক্ষার দায়িত্ব পালন করলেন জেরার্ড পিকে।
টি-শার্ট, শর্টস আর বেসবলের টুপি মাথায় দিয়ে ইলেকট্রিক সাইকেলে চেপে ন্যু ক্যাম্পে আসেন পিকে।
এর আগে বার্সেলোনার অনুশীলনে অনেকবারই সাইকেল চেপে গিয়েছেন পিকে। কিন্তু সাইকেলে চেপে ম্যাচ খেলতে গিয়ে সকলকে চমকে দিলেন তিনি। লুই সুয়ারেজের গোলে এস্পানিওলের বিরুদ্ধে ম্যাচটি জিতে নেয় বার্সেলোনা।