`দুয়ারে সরকার` কর্মসূচি সফল করতে বসিরহাটে সাংসদ, অভিনেত্রী নুসরত
'দুয়ারে সরকার' কর্মসূচিতে মানুষজন সরকারি পরিষেবা কেমন পাচ্ছেন তা খতিয়ে দেখতে বসিরহাট ঘুরে দেখলেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান।
শনিবার, দুপুরে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বেগমপুর বিবিপুর হাই স্কুলের 'দুয়ারে সরকার' ক্যাম্প ঘুরে দেখেন সাংসদ নুসরত জাহান। কথা বলেন লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে। 'স্বাস্থ্যসাথী'র প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে বুঝিয়ে বলেন।
'খাদ্যসাথী', 'স্বাস্থ্যসাথী' 'শিক্ষাশ্রী', 'কন্যাশ্রী' 'রূপশ্রী' 'কৃষি বন্ধু' এবং '১০০ দিনের কাজ' এই সবকটি প্রকল্পের সুবিধা পেতে 'দুয়ারে সরকার' কর্মসূচি ক্যাম্পের লাইনে দাড়ান হাজার হাজার মানুষ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অভিনেত্রী নুসরত জাহান বলেন, দিদি এত করেছেন যে বাংলায় ভাল থাকাটা মানুষের কাছে খুব সহজ। এখানকার মানুষকে ভাল রাখাটা প্রথম দরকার। মানুষ খেয়ে পরে ভাল থাকুন, বাড়ির বাচ্চারা পড়াশুনো করুক, দিদি এটাই চান।
নুসরতের কথায়, ''মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতেই দুয়ারে সরকার কর্মসূচি নেওয়া হয়েছে। এর আগে বাংলায় এমন উদ্যোগ কেউ নেয় নি।''
নুসরত বলেন, ''এর আগে সরকারি সুবিধা মানুষ পেয়েছে। তবে এখন সমস্ত সুবিধা একটা জায়গায় পাওয়া যাবে। আমি মানুষের মুখে এজন্য আজ হাসি দেখতে পাচ্ছি।''