লকডাউনের সুযোগ নিয়ে সীমান্ত দিয়ে ওষুধ পাচার রুখল বসিহাট মহাকুমার BSF
অধীর রায়: বসিরহাটে ভারত-বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তের ঘটনা। রবিবার ভোররাত, ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীরা চেকপোষ্টে তখন নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
সেই সময় ইঞ্জিন ভ্যানে করে বিচুলির মধ্যে দিয়ে ৮৫০ প্যাকেট বিড়ি ১৩০ জোড়া জুতো ও সঙ্গে বেশ কয়েকজোড়া কাটুন ভিটামিন ওষুধ বাংলাদেশে নিয়ে যাচ্ছিল একদল পাচারকারি।
ঘোজাডাঙ্গা দক্ষিণ পাড়ার বাসিন্দা অজয় দাস, ননী গোপাল দাস এই দুই ব্যবসায়ী কাছে উপযুক্ত মালের অনুমতি পত্র দেখতে চায় BSF। কিন্তু মালের বৈধ্য কাগজপত্র দেখাতে পারেননি তাঁরা।
এরপর ইঞ্জিনভ্যানের মধ্যে থাকা বিচুলিগাদা সরাতেই BSF-এর চক্ষু চড়কগাছ। তারমধ্যে থেকে একে একে বেরিয়ে এ বিড়ি ,ঔষধ আর জুতো। উদ্ধার হওয়া মালপত্রের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। জানা গিয়েছে দুই ব্যবসায়ীর বাড়ি ঘোজাডাঙ্গা সীমান্তের দক্ষিণ পাড়ায়।
BSF সূত্রের খবর, এই মাল বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল ব্যবসায়ীরা। তাঁদের কাছে কোনও বৈধ নথিপত্র ছিলনা বিড়ি ঔষধ জুতো এগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে। ওই দুই ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ।