ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা বিসিসিআই-এর
টেস্টে ডাক না পেলেও একদিনের ম্যাচে শিখরের বিকল্প কেউ নেই।
এশিয়া কাপে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন রোহিত শর্মা।
একদিনের ক্রিকেটে অধিনায়কের কুর্সিতে ফিরছেন বিরাট। তাঁকে বিশ্রাম দেওয়া হয়নি।
বিরাট আসায় সম্ভবত চার নম্বরে নামতে পারেন রায়াডু।
এশিয়া কাপে একটা ম্যাচে সুযোগ পেয়েই কামাল করেছিলেন রাহুল। শোনা যাচ্ছে, বিশ্বকাপে তাঁকে প্রথম একাদশে রাখার ভাবনাচিন্তা করছে টিম ম্যানেজম্যান্ট।
মণীশ পাণ্ডেকে ফের সুযোগ দিলেন নির্বাচকরা।
ব্যাটে ব্যর্থ হলেও উইকেটের পিছনে মহেন্দ্র সিং ধোনির চেয়ে দক্ষ এই মুহূর্তে ভারতে কেউ নেই। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে বিরাটকে সাহায্যও করতে পারেন। তাঁর মতো অভিজ্ঞতার ক্রিকেটারকে ভারতের দরকার।
মহেন্দ্র সিং ধোনির খারাপ ফর্ম চলছে, তাছাড়া বিশ্বকাপের পর অবসর ঘোষণা করতে পারেন মাহি। সেটা কথা মাথায় রেখেই ঋষভকে পরখ করে নিতে চাইছেন নির্বাচকরা। দলে ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেতে পারেন পন্থ। ব্যাট হাতে ইতিমধ্যেই নিজের জাত চিনিয়েছেন দিল্লির এই ক্রিকেটার।
এশিয়া কাপে তাঁর দারুণ প্রত্যাবর্তনের পর অলরাউন্ডার হিসেবে জাডেজাকে ফের সুযোগ দেওয়া হল।
একদিনের ক্রিকেটে চহল এখন ভারতের সম্পদ হয়ে উঠেছে।
ভারতীয় দলে নিয়মিত হয়ে উঠেছেন কুলদীপ যাদব।
দীর্ঘ সময় বাদে একদিনের দলে ফিরলেন মহম্মদ শামি। বিশ্রাম দেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাকে।
তরুণ শার্দুল ঠাকুরকে ফের সুযোগ দেওয়া হল।
সুযোগ পেলেন খলিদ আহমেদ।