Cyber security: এই ৬টি শব্দ থেকে খুব সাবধান! গুগলে লিখলেই হতে পারেন হ্যাক

Mon, 11 Nov 2024-7:53 pm,

সম্প্রতি 'নিউ ইয়র্ক পোস্ট' একটি রিপোর্ট করেছে। সেখানেই উল্লেখ রয়েছে এই ছয় শব্দের। এই শব্দগুলি দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে হ্যাক হতে পারে আপনার কম্পিউটার বা ফোন। 

সাইবার সিকিউরিটি ফার্ম SOPHOS একটি হাই অ্যালার্ট জারি করেছে। যেখানে তারা সাধারণ মানুষকে বারবার সতর্ক করছে যাতে তারা এই সাইটে না এন্টার করে। 

বর্তমানে ভয়ঙ্কর লিংকটি তখনই আসছে যখন আপনি লিখবেন 'অস্ট্রেলিয়া'।

এই মুহূর্তে অস্ট্রেলিয়ান সার্ভারে এই ভয়ঙ্কর লিংকটি ঘুরে বেড়াচ্ছে। 

এই শব্দগুলি লিখলে ইউসারের সমস্ত পার্সোনাল তথ্য থেকে ব্যাংক ডিটেলস সহজেই জেনে যাবে হ্যাকাররা।

 

সাইবার এক্সপার্টদের মতে, এটাকে 'এসইও পইজিনিং' বলা হয়। 

এই খতরনাক শব্দগুলি হল, 'Are Bengal cats legal in Australia?'। এই ছয়টি শব্দ সার্চ করলেই হ্যাক হতে পারেন আপনি। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link