Beauty Tips: পুজোর আগে বাড়িতে বসেই করান Nail Extension , রইল সহজ পদ্ধতি
নিজস্ব প্রতিবেদন: হাতের নখকে সুন্দর দেখাতে সবার ভাললাগে। সকলেই চান নিজের নখকে সুন্দর দেখাতে। আর সামনেই পুজো। পুজোর সময় সাজতে সকলেই বালবাসেন। নেল এক্সটেশন এখনও অনেকেই করে থাকে। আপনিও এবারে পুজোয় নেল এক্সটেশন করাতে পারেন। তবে করোনা পরিস্থিতিতে মাঝে মাঝেই পার্লার বন্ধ থাকে। তাই বাড়িতে বসেই সুন্দর নখ পেতে মেনে চলুন এই কয়েকটা সহজ টিপস।
প্রথমে ভাল করে নখ পরিষ্কার করতে হবে, এবড়ো খেবড়ো নেলপলিশ Nail Remover দিয়ে মুছে সুন্দর করে নখ কাটুন। এরপর নখের উপরে নেলপলিশের এক কোড লাগিয়ে নিন।
Nail Extension-এর জন্য False Nail এবং UV Lamp বাড়িতে থাকা প্রয়োজন। অনলাইনে তা কিনে নিতে পারেন।
নখ পরিষ্কারের পরেই শুরু হবে Extension। সেক্ষেত্রে False Nail গুলি আগে থেকে ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
এবার নখের সঙ্গে সামঞ্জস্য রেখে তা নখের উপর বসিয়ে দিতে হবে। তারপর ফিলারের সাহায্যে নখগুলি আপনার পছন্দসই মাপে করে নিতে হবে, প্রথমে ট্রান্সপারেন্ট নেলপলিশের একটি স্তর নখে লাগিয়ে, কাজ শুরু UV Lamp-এর।
৪০ মিনিট হাতকে UV Lamp-এর নিচে রাখতে হবে। তারপর নখে নেলপলিশ পরে নিতে হবে। ৬০ সেকেন্ডের জন্য আবারও UV Lamp-এর নিচে রাখতে হবে নখ। সহজ এই পদ্ধতি অবলম্বন করলেই Nail Extension-এর প্রক্রিয়া শেষ। এরপর আপনার নখ দেখে কেউ বুঝতেই পারবে না পার্লারে গিয়েছিলেন নাকি নিজেই একাজ করেছেন।