করোনাকে `বুড়ো আঙুল`! এখানে রমরমিয়ে চলছে ফুটবল
কারোনা আতঙ্ক গ্রাস করেছে গোটা বিশ্বে। দিনদিন হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ব্যাপক প্রভাব পড়েছে ক্রীড়াক্ষেত্রে। করোনার কারণে ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন দেশের ফুটবল লিগ।
অথচ পূর্ব ইউরোপের দেশ বেলারুশের ফুটবলে কোনও প্রভাব পড়েনি মারণ ভাইরাসের। রমরমিয়ে চলছে সেদেশের ফুটবল লিগ।
৯৫ লক্ষ মানুষের বাস এই দেশে। একশোর কিছু কম মানুষ কারোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নেই কোনও মৃত্যুর খবর।
ইউরোপের অধিকাংশ দেশ যেখানে সীমান্ত বন্ধ করে দিয়েছে ,এমনকি কোয়ারেন্টাইন এ থাকছেন বেশিরভাগ মানুষজন, সেখানে বেলারুশে সর্তকতা অবলম্বন করেই চলছে ফুটবল লিগ।
বেলারুশ ফুটবল ফেডারেশনের মুখপাত্র জানিয়েছেন, "অন্য রকমের ব্যবস্থা । আমরা এর আগে এরকম জনপ্রিয়তা দেখিনি বেলারুশ ফুটবল লিগের। "