করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারিতে তাঁরা, বেলেঘাটা আইডি হাসপাতালের কর্মীর স্নানের দৃশ্য ভাইরাল করার হুমকি!
করোনা যোদ্ধাকে মারধোর, তার স্নানের ভিডিয়ো ভাইরাল করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য । নির্যাতিতা বেলেঘাটা হাসপাতালে NICED এ কর্মরত।৷ অভিযোগের তির বাড়ির লোকেরই বিরুদ্ধে।৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়।
ফরতাবাদে৷ এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ৷ ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেফতারও করেছে পুলিস।৷
ঘটনাটি একেবারেই পারিবারিক। নির্যাতিতার বয়ান অনুযায়ী, প্রথমে তাঁর পুত্র সন্তান হলেও ৭দিনের মাথায় তার মৃত্যু হয়। ৷ তারপর পরপর দুটি কন্যা সন্তান হয়েছে। তার ৷ কন্যা সন্তান বলে সম্পত্তির প্রয়োজন নেই৷ কারণ দেখিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে বলে পরিবারের সদস্যরা।
করোনা যোদ্ধাকে মারধোর, তার স্নানের ভিডিয়ো ভাইরাল করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য । নির্যাতিতা বেলেঘাটা হাসপাতালে NICED এ কর্মরত।৷ অভিযোগের তির বাড়ির লোকেরই বিরুদ্ধে।৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়।