Durga Puja 2024: উত্তরবঙ্গে ত্রাণ, মৃত রেলযাত্রীদের স্মরণ, হলংয়ের জন্য প্রার্থনা! অনন্য দুর্গাপুজো...

Sun, 23 Jun 2024-4:45 pm,

অয়ন ঘোষাল: সম্প্রতি একের পর এক বিপদের সম্মুখীন উত্তরবঙ্গ। অতি প্রবল বৃষ্টিতে উত্তরের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। 

 

জনজীবন বিপন্ন। তারই মধ্যে ভস্মীভূত ভ্রমণ পিপাসু বাঙালির নস্টালজিয়া হলং বন বাংলো। 

আবার এই উত্তরবঙ্গেই সম্প্রতি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। 

এবার পুজোর বাজেট থেকে একটা বড় অংশের ব্যয় বাহুল্য কাটছাঁট করে উত্তরবঙ্গের পাশে দাঁড়াল বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটি।

টালা পার্ক ময়দানে রবিবার খুঁটি পুজোর সময় এলাকার বাড়ি বাড়ি ত্রাণ সংগ্রহ করে পাঠানো হল উত্তরবঙ্গে। 

পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নিহত যাত্রীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং হলং বন বাংলোর নব কলেবরে আত্মপ্রকাশের জন্য মায়ের কাছে বিশেষ প্রার্থনার মাধ্যমে কলকাতায় সূচনা হল মায়ের পুজোর মণ্ডপের কাজ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link