Bengal election 2021: বিজ্ঞাপনী স্লোগানে অভিনব পোস্টারে প্রচার Left Front-র

Subhankar Mitra Sun, 21 Mar 2021-12:13 am,

নিজস্ব প্রতিবেদন: ভোটের প্রচারে এবার অভিনবত্বে মাত দিচ্ছে বামেরা (Left Front)। এবার নজর কাড়ল তাদের পোস্টার। তাতে ব্যবহার করা হচ্ছে নামী সংস্থার বিজ্ঞাপনী। এই যেমন, 'টেড়া হ্যায় পর মেরা হ্যায়'। একটি সংস্থার বহু জনপ্রিয় স্লোগান। সেটাই ধার করে শাহপুত্র ও ভাইপোর মেলবন্ধন ঘটিয়েছে বামেরা। 

'নুন আনতে পান্তা ফুরোয়' বাংলার এই প্রবাদের সঙ্গে মিশে গিয়েছে একটি টুথপেস্ট সংস্থার স্লোগান। বামেদের পোস্টারে জ্বলজ্বল করছে, 'ক্যায়া আপকে টুথপেস্ট মে নমক হ্যায়?' তাতে লেখা, 'ধুর মশাই টুথপেস্টে নমক দিয়ে কী করব? জিনিসের যা দাম তাতে নুন আনতে পান্তা ফোরায় অবস্থা।'      

তৃণমূল থেকে বিজেপিতে নেতানেত্রীদের দলবদল নিয়ে কটাক্ষও রয়েছে পোস্টারে। বলা হয়েছে, 'দাগ আচ্ছা হ্যায়। দুর্নীতির দাগ মুছতে দলবদলের ডিটারজেন্ট নয়।'           

 

সংযুক্ত মোর্চার লড়াইয়ের কথা তুলে ধরা হয়েছে, 'ভাইয়ো ইয়ে দিওয়ার টুটতা কিউ নেহি হ্যায়' স্লোগানে।

বামেরা বলছে, ধর্ম, বর্ণ, জাতপাত, খেলা, মেলা, দাড়ি, টিকি নয়। মূল বিষয় 'রুটি-রুজি'। আর তাই 'দিমাগ কি বাত্তি জ্বালাও'। 

একুশের ভোটের আগে যুব সমাজের মনের কাছাকাছি পৌঁছতে টুম্পার প্যারোডি দিয়ে শুরু করেছিল বামেরা। নতুন সংযোজন রকমারি বিজ্ঞাপনের স্লোগান ব্যবহার করে ভোটের সঙ্গে মিলিয়ে দেওয়া। এমন অনেক ডিজিটাল পোস্টার ঘুরছে মোবাইল থেকে মোবাইলে।    

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link