Bengal Election 2021 : `সবাই বলছে খেলা হবে, কেউ বলছে না কাজ হবে`, জোড় হাতে ভোট প্রার্থনা যশের
নিজস্ব প্রতিবেদন: ডানকুনি চামুণ্ডা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন চন্ডীতলা বিজেপির তারকা প্রার্থী যশ দাশগুপ্ত। সকালে পুজো দিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে আলাপচারিতা সেরে নেন যশ।
এরপর ডানকুনি স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করেন। উৎসাহীদের সেল্ফি তোলেন, অটোগ্রাফ দেন তাঁদের।
বড়দের প্রনাম করতেও দেখা যায় তারকাকে। ডানকুনি পুরসভার ৮ ও ১৬ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে হাত জোর করে ভোট প্রার্থনা করেন যশ।
বিজেপির তারকা প্রার্থী বলেন, 'আমি বিনোদন জগতের লোক। এখন রাজনীতির ময়দানে এসেছি। মানুষকে বিনোদন করা আর মানুষের পাশে থেকে কাজ করা এক জিনিস না'।
তার কথায়, 'আমি হাসপাতাল স্কুল সহ চন্ডীতলার সামগ্রিক উন্নয়ন করতে চাই। রাজ্যে শিল্পের দরকার। কাজের অভাবে যুবকরা ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছে'।
তিনি আরও বলেন, 'সবাই বলছে খেলা হবে, কেউ বলছে না কাজ হবে, কোনো ব্যাক্তিগত কাদা ছোঁড়াছুড়ি না করে মানুষের কাছে গিয়ে আমরা কি করতে পারি সেটা আপনাদের বলার চেষ্টা করছি'।