অক্টোবরের শেষেই দক্ষিণবঙ্গে আছড়ে পড়তে পারে প্রবল ঘূর্ণিঝড়
শীত এখনও পড়েনি। খাতায় কলমে এখনও রয়েছে বর্ষার ভ্রুকুটি। আর তারই মাঝে বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু ফিরতেই চোখ রাঙাচ্ছে আশ্বিনের প্রবল ঘূর্ণিঝড়ের সম্ভাবনা।
এক বেসরকারি আবহাওয়া সংস্থার বর্ষা পরবর্তী দীর্ঘমেয়াদি রিপোর্ট অনুযায়ী অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের ক্ষীণ সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া সংস্থার রিপোর্ট অনুযায়ী উড়িষ্যার উপকূলবর্তী এলাকা থেকে বাংলাদেশের মধ্যে কোথাও আছড়ে পড়তে পারে প্রবল ঘূর্ণিঝড়।
এর ফলে দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড় আছড়ে পরার সম্ভাবনা রয়েছে।
তবে, ঘূর্ণিঝড় ঠিক কোথায় আছড়ে পড়তে পারে তা এখনই বলা যাচ্ছে না। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তবেই তা জানা যাবে বলে আবহাওয়া সংস্থা সূত্রে খবর।