Bengal Weather Update: পুজোয় বৃষ্টি ভোগালেও কার্নিভালে বৃষ্টির সম্ভাবনা কম
পুজোয় বৃষ্টি ভোগালেও আজ কার্নিভালে বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর।
আপেক্ষিক আদ্রতার পরিমাণ আজ দিনভর বাড়াবে অস্বস্তি। তবে কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। কাল লক্ষীপুজোয় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম এবং মঙ্গল বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে কলকাতায়। এরপরে ধাপে ধাপে শুষ্ক হতে শুরু করবে পরিস্থিতি।
কাল দিনের তাপমাত্রা ৩২.৭ ডিগ্রি। কাল রাতের তাপমাত্রা ২৬.১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯৫ শতাংশ। আলিপুরে কাল ১.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দক্ষিণবঙ্গের দু একটি জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে উপরের পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়বে রবিবার।