Rukmini Maitra: ব্যুমেরাং! টাক মাথা, এ কী হাল হল নায়িকার....

Thu, 23 May 2024-12:32 pm,
Rukmini Maitra

খোলা চুলে সুন্দরী নয়, টাক মাথা অথচ কী স্টাইলিশ লুক! রুক্মিণী মৈত্র-র নতুন লুক দেখে অবাক সকলেই। কোন বড় চ্যালেঞ্জের জন্য এতটা ঝুঁকি নিলেন নায়িকা? 

Rukmini Maitra

জিতের সঙ্গে জুটিতে ব্যুমেরাং ছবিতে কাজ করছেন রুক্মিণী। আর সেই ছবির স্বার্থেই এই অবতার। তবে নায়িকার কথায়, আগে থেকে কিছুই জানতেন না তিনি। 

Rukmini Maitra

পরিচালক শৌভিক কুণ্ডু আচমকাই একথা বলেন নায়িকাকে। প্রথমটায় একটু চমকেই গিয়েছিলেন তিনি। কর্মাশিয়াল ছবিতে নায়িকা ন্য়াড়া! কিন্তু নতুন কিছু করার লোভ সংবরণ করাও মুশকিল। 

প্রথমবার দ্বৈত চরিত্রে কাজ করতে চলেছেন তিনি। ব্যুমেরায়-এ তাঁর একটি চরিত্র সাধারণ মেয়ের, অন্যটি এক রোবটের। আর এই রোবটের চরিত্রের জন্যই ন্যাড়া মাথা নায়িকার। 

সৃজিতের টেক্কা, রামকমলের নটী বিনোদিনী- রুক্মিণীর আপকামিং ছবির তালিকাটা বেশ লম্বা। তবে এই নতুন লুকে যে অনেক বেশি আত্মবিশ্বাসী নায়িকা তা আর বলার অপেক্ষা রাখে না। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link