জিমে শরীরচর্চার পাশাপাশি মার্শাল আর্টও শিখলেন `কাকাবাবু`র সন্তু
'কাকাবাবু'র সন্তু অর্থাৎ অভিনেতা আরিয়ান ভৌমিককে চেনেন নিশ্চয়? এবার সেই সন্তু অর্থাৎ অভিনেতা আরিয়ানকে দেখা গেল মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতে।
The Retro Fitness-জিম সেন্টারে চলল এই মার্শাল আর্টের বিশেষ ওয়ার্কশপের আয়োজন করা হয়, সেখানেই প্রশিক্ষণ নেন আরিয়ান।
বর্তমান সময়ে নিরাপত্তার খাতিরে মার্শাল আর্ট ভীষণই প্রয়োজন বলে মনে করছেন জিমের মালিক প্রীতম।
বিশেষ করে নিরাপত্তার খাতিরে মহিলাদের মার্শাল আর্টের প্রশিক্ষণ নেওয়া উচিত বলেই মনে করছেন নাগের বাজারের The Retro Fitness-জিম সেন্টারের মালিক প্রীতম।
বর্তমান সময়ে দাঁড়িয়ে জিমে গিয়ে শরীরচর্চা করে থাকেন অনেকেই, তবে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতে সেভাবে প্রায় কাউকেই দেখা যায় না।
প্রসঙ্গত, অভিনেতা আরিয়ান ভৌমিককে 'কাকাবাবু' সিরিজের সন্তুর চরিত্র ছাড়াও দুর্গেশগড়েন গুপ্তধন, চলো পাল্টাই সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন।