Srijit Mukherji: উলুপীতে মন ভরেনি, বাড়তে বাড়তে ৫! সৃজিতের সাপের সংসার...

Sat, 27 Apr 2024-10:22 pm,

শুধু একটা নয়, একসঙ্গে ৫ টা পোষ্য পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। উলুপী- কেবল নয় তার সঙ্গে এসেছে হাইড্রা, মেডুসা, অনন্ত নাগ, কালনাগিনী! যদিও উলুপী ‘মহাভারত’ মহাকাব্যের এক চরিত্র। যেখান থেকে নামকরণ করেছেন তাঁর মেয়ের। 

'উলুপী কী খায়?' উত্তরে পরিচালক জানিয়েছেন ইঁদুর কিংবা হ্যামস্টার- ইঁদুর জাতীয় প্রাণী। তবে ইঁদুরই ওঁর প্রয়োজন, হামস্টারটা ট্রিট। সৃজিত জানিয়েছেন, ৬ মাসের উলুপী ৭ দিনে একবার ইঁদুর খায়।

তবে স্ত্রী মিথিলাকেও চমকে দিতে পিছপা হননি পরিচালক। উলুপীর সঙ্গে বাকি ৩ বল পাইথনের কথা নাকি জানতেনই না তিনি। একটি সাক্ষাতকারে মিথিলা বলেন, আমি উলুপির কথা জানতাম। কিন্তু এখন এসে দেখলাম একটা নয় ওর সঙ্গে আরও তিনটি বল পাইথন আছে।

অনুমতি না থাকলে পাইথন বাড়িতে রাখা যায় না। বিদেশ থেকে আনা বিশেষ কিছু প্রজাতির সাপ বাড়িতে পোষা যায়। তবে তার জন্য প্রথমে সরকারের অনুমতি নিতে হবে। সমস্ত কাগজপত্র সই-সাবুদ করেই এদেশে এসেছে উলুপী-সহ বাকিরা।

সেখানকার বন দফতরের অনুমতি লাগে। কোনও অযত্ন হচ্ছে কিনা সেদিকেও নজর থাকে বন দফতরের। খাওয়া, থাকায় কোনও সমস্যা করা যাবে না। সব হতে হবে নিয়ম মেনে।

তবে আজকাল নাকি পরিচালকের বাড়িতে ভিড় জমছে। অনেকেই দেখতে চাইছেন সূদুর কলম্বিয়া থেকে আনা সৃজিতের পোষ্যদের।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link