অসম সমস্যা মেটাতে হলে মমতাকে দেশের দায়িত্ব দিতে হবে, শিবির বদলে বললেন আবুল বাশার

Fri, 10 Aug 2018-6:39 pm,

অসমের বাঙালিদের পাশে থাকার বার্তা দিয়ে শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করলেন পশ্চিমবঙ্গের তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা। এদিনের সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন বামপন্থী বলে পরিচিত লেখক আবুল বাসারও। শিবির বদলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে 'দেশের দায়িত্ব' দেওয়ার আহ্বান জানালেন তিনি। 

অসমে বিজেপি সরকারের জাতীয় নাগরিকপঞ্জির বিরোধিতা করে শুক্রবার সোচ্চার হন হাজির বুদ্ধিজীবীরা। এদিনের সাংবাদিক বৈঠকে ছিলেন গায়ক প্রতুল মুখোপাধ্যায়, লেখক আবুল বাশার, কবি সুবোধ সরকার, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য, নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, অর্থনীতিবিদ অভিরূপ সরকার প্রমুখ। হোয়াটসঅ্যাপে প্রতিক্রিয়া জানিয়েছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ও। দেখে নিন এদিন কে কী বললেন।

বিভাস চক্রবর্তী: দেশের মানুষকে ভয় দেখাচ্ছে বিজেপি সরকার। এখানে নাগরিক পঞ্জিকরণ হলে হয়তো আমিই দেশের নাগরিক থাকব না। 

সুবোধ সরকার: এখন গুজরাটের থেকেও ভয়ানক হিটলারি রাজত্ব চলছে। 

আবুল বাশার: মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঘৃণা নয়, ভালবাসো। অসম সমস্যার সমাধান করতে হলে মমতাকে দেশের দায়িত্ব দিতে হবে। 

শীর্ষেন্দু মুখোপাধ্যায়: অনুপ্রবেশ শুধু অসমের নয়, বাংলারও সমস্যা। সমস্যাটি গুরুতরও বটে। অনুপ্রবেশ বন্ধ করা জরুরি। কিন্তু নাগরিকপঞ্জির অছিলায় বৈধ নাগরিকদের উত্খাতের চেষ্টা দুর্ভাগ্যজনক। অসমে যা ঘটেছে তা আমাদের কাছে উদ্বেগের বিষয়। এর সুদূরপ্রসারী প্রতিক্রিয়া হতে পারে।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link