শুভ নববর্ষ ১৪ ২৫ : ভক্তদের উদ্দেশ্যে কী বললেন টালিগঞ্জের তারকারা
বাংলার নতুন বছর ১৪২৫এ ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন আপনাদের সকলের প্রিয় রানি রাসমণি (দ্বিতিপ্রিয়া রায়)। সকলকে নতুন বছর ভালো করে কাটানোর পরামর্শ দিয়েছেন দ্বিতিপ্রিয়া আর অবশ্যই তাঁর 'রানি রাসমণি' ধারাবাহিকটি দেখার পরামর্শ দিয়েছেন। তবে নববর্ষের দিনও 'রানি রাসমণি' ধারাবাহিকের শ্যুটিং রয়েছে দ্বিতিপ্রিয়ার। তবে বিকেলে তাড়াতাড়ি ছুটি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে জানিয়েছেন দ্বিতিপ্রিয়া।
বাংলার নতুন বছর ১৪২৫এ ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন আপনাদের সকলের প্রিয় 'রানি রাসমণি' ধারাবাহিকের রাজচন্দ্র (গাজি আব্দুন নুর)। তাঁর কথায়, তিনি একজন গর্বিত বাঙালি। এপার এবং ওপার দুই বাংলার সমস্ত বাঙালিকেই নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নুর। এ প্রজন্ম থেকে আগামী প্রজন্ম পর্যন্ত যেন শতভাগ বাঙালিয়ানার পরিপূর্ণ থাকুক এই বাংলা, নতুন বছরে এই প্রার্থনাই করেছেন অভিনেতা নুর।
বাংলার নতুন বছর ১৪২৫এ ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন আপনাদের সকলের প্রিয় পরমেশ্বরী কনীনিকা। নতুন বছরে সকলকে ভালো করে কাটানোর পরামর্শ দিয়েছেন কনীনিকা, আর মন দিয়ে তাঁর অন্দরমহল ধারাবাহিকটি দেখার পরামর্শ দিয়েছেন।
ফেসবুকে বাংলার নতুন বছর ১৪২৫-এ তাঁর সকল ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
বাংলার নতুন বছর ১৪২৫-এ সকল বাঙালিকে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক মানস মুকুল পাল। সকলের উদ্দেশ্যে তাঁর পরামর্শ গর্ব করে বাংলায় কথা বলুন, আরও বেশি করে নিজের ভাষাকে ভালোবাসুন। আর পড়াশোনার চাপ থাকলেও ছোটদেরও বাংলা শেখানোর জন্য অন্তত কিছুটা সময় বের করুন। তবে তিনি অবশ্য বছরের প্রথম দিনটা মায়ের হাতে বানানো বাঙালি খাবার খেয়ে আর নদীর ধারে ঘুরে বেড়িয়ে সময় কাটাবেন বলে জানিয়েছেন মানস মুকুল পাল। পাশাপাশি 'অক্টোবর' সিনেমাটিও দেখার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
বাংলার নববর্ষে শান্তি সম্প্রীতি বজায় রাখায় ও সকলকে 'কবীর' সিনেমাটি দেখার পরামর্শ দিয়েছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। এদিন তাঁরও কাছের কিছু বন্ধু-বান্ধবের সঙ্গে নন্দনে সিনেমা দেখে আড্ডা দিয়েই সময় কাটবে বলে জানিয়েছেন অনিকেত চট্টোপাধ্যায়।
বাংলার নতুন বছর ১৪২৫-এ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার। তবে বছরের প্রথমদিনটা তাঁর কাটছে সানফ্রান্সিসকোতে। সেখানেই অনুষ্ঠান রয়েছে তাঁর। তাই বছরের প্রথম দিনটি আপাতত সেখানেই কাটবে তাঁর।
বিখ্যাত তবলাবাদক বিক্রম ঘোষের কথায় পয়লা বৈশাখ বাঙালিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবার বছরের প্রথম দিনটা তিনি কলকাতাতেই পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। নতুন বছর ১৪২৫ সকলকে সুন্দরভাবে কাটানোর পরামর্শ দিয়েছেন সঙ্গীতশিল্পী।