নববর্ষে বৈশাখী সাজে Anirban Bhattacharya
১৪২৭ শেষে, আমরা বাঙালিরা এবার ১৪২৮-এর পথে। তবুও করোনার চোঙরাঙানিতে এবারও ১লা বৈশাখ উদযাপন যেন ম্রিয়মাণ। যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করেই নববর্ষ উদযাপন করছে বাঙালি। তবে নববর্ষের সঙ্গেই এসে যায় বৈশাখী সাজের প্রসঙ্গ।
বৈশাখী সাজে মেয়েদের সঙ্গে পিছিয়ে নেই ছেলেরাও। বৈশাখী উৎসবে ছেলেদের কাছে পাঞ্জাবির কদর যেমন রয়েছে, তেমনি আরামদায়ক হওয়ায় ফতুয়া, টি-শার্ট, হাফশার্ট বেশ জনপ্রিয়।
তবে পোশাক যেটাই হোক না কেন, তাতে থাকা চাই বাঙালিয়ানার ছোঁয়া। সুতির টি-শার্টে অনির্বাণের এই পোশাক বৈশাখী সাজ হিসাবে এক্কেবারে পারফেক্ট।
গরমের কথা মাথায় রেখে সুতি, তসর, জামেবার, ভয়েল, সিল্ক, মসলিন সহ বিভিন্ন কাপড়ের পঞ্জাবি, কিংবা হাফ শার্ট পরা যেতেই পারে।
পাঞ্জাবির সঙ্গে কেউ মানানসই চোস্তা, কেউ আবার কমফোর্টের কথা মাথায় রেখে জিন্সের উপরও পাঞ্জাবি পরতে পারেন।
তবে করোনার প্রকোপের কথা মাথায় রেখে বৈশাখী সাজে মাস্ক কিন্তু মাস্ট।