হালকা সুতির পোশাকে বৈশাখী সাজে পর্দার `রাণীমা` Ditipriya
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/04/15/316407-1730378764682287844256777789193530731977584n.jpg?im=FitAndFill=(500,286))
করোনার চোঙরাঙানির মধ্যেই একবছর পার। ১৪২৭ পার করে বাঙালিদের দোরগোড়ায় এসে হাজির ১৪২৮। আর নববর্ষের সঙ্গেই এসে যায় সাজগোজের প্রসঙ্গ। নববর্ষে ঠিক কেমন সাজ পছন্দ 'রাণী রাসমণি' তারকা দিতিপ্রিয়ার?
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/04/15/316406-1697636367757360763831339050298189013903009n.jpg?im=FitAndFill=(500,286))
নববর্ষের সাজে শুধু শাড়ি নয়, হালকা রঙের ডিজাইনার কুর্তা, কিংবা কাফতান লং টপও দিতিপ্রিয়ার সঙ্গে বেশ মানানসই।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/04/15/316405-1224317663649224947115286847046725780108200n.jpg?im=FitAndFill=(500,286))
সাদা লম্বা সালোয়ার কুর্তার সঙ্গে লাল ওড়না, দিতিপ্রিয়ার নববর্ষের সকালের সাজ হিসাবে একেবারে পারফেক্ট।
তবে গরমের কথা মাথায় রেখে খুব চড়া মেকআপ না করে হালকা মেকআপ করাই বাঞ্ছনীয়। তবে গরমে সানস্ক্রিন ব্যবহার করতেই হয়। সানস্ক্রিনের উপর কমপ্যাক্ট লাগান, তারপর পাওডার, ব্লাশার, আইশ্যাডো ব্যবহার করতে পারেন। গরমে ম্যাট লিপস্টিকই লাগান, গ্লসি নয়।
নববর্ষ সঙ্গেই থাকে গ্রীষ্মের চোখরাঙানি। প্যাচপ্যাচে গরমের সাজে আরও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সেটা ফ্রেশ সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধিতে ফুলের কিংবা অন্যকোনও হালকা গন্ধ হতে পারে।
নববর্ষে যদি শাড়ি পরতে চান, তাহলেও জমকালো সাজ নয়, বৈশাখী সাজে তাঁত-জামদানি, লিনেন-খাদি, প্রিন্টেড সুতির শাড়ি কিংবা ব্লক প্রিন্টও এক্কাবারেই পারফেক্ট।