UPSC | Tamali Saha | IFS: মাত্র ২৩-এ প্রথমবারেই UPSC-তে সফল! কিন্তু বাঙালি মেয়ে IAS না হয়ে হলেন...

Wed, 18 Sep 2024-10:22 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ২৩ বছর বয়সে প্রথম প্রচেষ্টাতেই UPSC-তে সফল। 

 

কিন্তু যেখানে IAS হওয়ার কথা ছিল তাঁর, তা না হয়ে বাংলার মেয়ে বেছে নিলেন ভিন্ন পথ।

 

জুওলজি নিয়ে স্নাতক তমালি সাহা ২০২১ সালে প্রথমবার UPSC-তে বসেই সফল হন। 

 

লিখিত পরীক্ষায় ১৪০০-র মধ্যে তমালি পান ৬১২ নম্বর। আর পার্সোনালিটি টেস্টে ৩০০-র মধ্যে পান ১৯৫ নম্বর। 

 

মানে সব মিলিয়ে মোট ১৭০০-তে ৮৯৭। সর্বভারতীয় স্তরে ৯৪ স্থান অর্জন করেন তিনি।

 

Ranking অনুযায়ী IAS-এ যোগ দেওয়া তাঁর কাছে কোনও বাধা-ই ছিল না, কিন্তু এ মেয়ে একটু ব্যতিক্রমী।

 

IAS-এর বদলে IFS (Indian Forest Service)-কে বেছে নেন উত্তর ২৪ পরগনার মেয়ে তমালি সাহা।

 

কলেজের সময় থেকেই UPSC-তে সফল হওয়াই ছিল তাঁর একমাত্র টার্গেট।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link