এই ৫ তেলের মালিশ আপনাকে দেবে ঝকঝকে ত্বক
নারকেল তেলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা জীবাণু ও ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ত্বককে সুস্থ রাখে।
অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন ও মিনারেলে সমৃদ্ধ অলিভ অয়েল ত্বকের কন্ডিশনার হিসেবে কাজ করে। দীর্ঘ সময় ধরে ত্বকের আর্দ্রভাব ধরে রাখতে সাহায্য করে।
ত্বককে ঠান্ডা রাখে ল্যাভেন্ডার তেল। ত্বকের ক্ষত সারিয়ে দাগ-ছোপ দূর করে।
ত্বকের জ্বালা, খসখসে লাল ভাব প্রভৃতি বিভিন্ন সমস্যায় দারুণ কাজ দেয় চন্দন তেল।
শরীরের ভিতর সহজে ঢুকে যায়। কোনও চিটচিটে ভাব নেই। ত্বকে শুষ্ক হতে দেয় না।