রঙে ডুবে যায় গোটা দেশ, কিন্তু কোন জায়গার উৎসব অতি বিশিষ্ট? জেনে নিন সেই রংদারির খোঁজ...
ব্রজভূমি সম্বন্ধে আমরা সবাই জানি। এখন এ জায়গাটি মথুরা-বৃন্দাবন নামে পরিচিত। ভারতে হোলি যেখানে যেখানে উদযাপিত হয় তার সেরার সেরা জায়গা হল এই মথুরা।
মথুরার প্রসঙ্গ উঠলে অন্য যে জায়গাটি প্রায় একই সঙ্গে উচ্চারিত হয়, সেটি হল বৃন্দাবন। হাজার হাজার তীর্থযাত্রী প্রতি বছর দোলের সময়ে এখানে যান। উপভোগ করেন বৃন্দাবনের রং-উৎসব।
জয়পুর হল ভারতের আর একটি জায়গা, যেখানে হোলির রঙের অনন্য উদ্ভাস দেখা যায়। বহু বিদেশিও এখানে এসে রঙ উৎসবে যোগ দেন।
এমনিতেই এই জায়গাটি হোলি সিটি অফ পুস্কর নামে খ্যাত। এখানকার হোলিও খুব আলাদা, স্মরণীয়।
কিন্তু দোলের ক্ষেত্রে যমুনার তীরের এই শহরটির কথা কোনও ভাবেই ভোলা যায় না। আগ্রা। আগ্রা বললেই সকলের মনে তাজমহলের কথা ওঠে। কিন্তু আগ্রার হোলিও খুব দর্শনীয়।
মথুরার পাশে ছোট্ট একটা জনপদ বরসানা। ছোট্ট হলেও মর্যাদায় এতটুকু কম নয়। বরসানার হোলিও খুব বিশিষ্ট, খুব দ্রষ্টব্য একটা ব্যাপার। এখানকার লাথমার হোলির নাম ভারতজোড়া। এখানে মেয়েরা ছেলেদের লাঠি দিয়ে মারে, তবে সবটাই খেলার ছলে। তবে লাথমার হোলি মূল হোলির বেশ কদিন আগে থেকেই শুরু হয়ে যায়।