বিশ্বকাপে কোহলিদের সমর্থন জোগাতে বড়সড় পদক্ষেপ নিচ্ছে ভারত আর্মি
ভারত আর্মি। অনেকটা ইংল্যান্ডের বার্মি আর্মির মতোই। ভারতীয় দল ইংল্যান্ড সফরে গেলে ভারত আর্মি থাকে সমর্থন জোগাতে। সামনেই বিশ্বকাপ। আর এবারের আসর বসছে ইংল্যান্ড-ওয়েলসে। তাই ওয়ার্ম-আপ সেরে রাখছে ভারত আর্মি।
ধোনি-কোহলিদের প্রবল সমর্থন জোগানোর তোড়জোড় শুরু করেছে ভারত আর্মি। ২২টি দেশ থেকে প্রায় আট হাজার ভারত আর্মি বিশ্বকাপের সময় চলে আসবেন ইংল্য়ান্ডে। উদ্দেশ্য একটাই। কোহলিদের সমর্থন জোগানো।
মাত্র চারজন সমর্থককে নিয়ে পথ চলা শুরু করেছিল ভারত আর্মি। ১৯৯৯ বিশ্বকাপে প্রথমবার ভারতীয় দলকে সমর্থন জোগাতে গ্যালারিতে হাজির হয়েছিল ভারত আর্মি।
এখন ভারতীয় দলের ম্যাচ থাকলে কম করে পাঁচ-ছয় হাজার ভারত আর্মি সদস্য় মাঠে হাজির থাকেন। ইংল্যান্ডের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বের অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে ভারত আর্মির সদস্য-সমর্থক।
আসন্ন বিশ্বকাপে কোহলিদের সমর্থন জোগানোর জন্য এখন থেকেই ভাবনা-চিন্তা শুরু করেছে ভারত আর্মি। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা সদস্যদের বিশ্বকাপে ইংল্যান্ডে চলে আসার জন্য বলা হয়েছে।