Nyaya Yatra: বাংলায় ন্যায় যাত্রার শেষ দিনে `আক্রমণ` মমতার, `সহনশীল` কংগ্রেস
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত জোড়ো ন্যায় যাত্রার বাংলায় আজই শেষ দিন। এরপর ঝাড়খণ্ডে যাবেন রাহুল গান্ধী।কোচবিহার, মালদহের পর এবার মুর্শিদাবাদ এবং বীরভূম হয়ে বাংলায় যাত্রা শেষ করলেন কংগ্রেস নেতা।
দ্বিতীয় দিনে ন্যায় যাত্রাতে সামিল হওয়া সাংবাদিকদের সাথে দেখা করলেন রাহুল গান্ধী। সাংবাদিকদের কাছ থেকে জানলেন তাদের অভিজ্ঞতা। পাশাপাশি, "বাংলার মিষ্টি দই এবার খাওয়া হয়নি বলে জানালেন তিনি।।অধীর দা কেন দই আনেনি "..
রাহুল বললেন, এবারও পদযাত্রা করতেই চেয়েছিলাম। কিন্তু এতো মানুষ এর ভালোবাসা দেখে আমি মুগ্ধ। বিশেষ করে ইয়ং জেনারেশন যেভাবে সামিল হয়েছে তাতে অভিভূত তিনি। এবার আমাদের কাজ ওদের ন্যায় দেওয়া।
অন্যদিকে, ধরনা মঞ্চ থেকেও বাংলায় একলা চলার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ততধিক সহনশীল দিল্লির কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘আত্মবিশ্বাসী’ দাবি, বাংলায় জোটের সম্ভাবনা শেষ হয়ে যায়নি।
বাংলায় বাধার মুখে পড়েছে রাহুলের ন্যায় যাত্রা। বীরভূমে কংগ্রেসের এই কর্মসূচির অনুমতি মেলেনি। বলা ছিল, কোনও রোড শো করতে পারবেন না রাহুল গান্ধী। মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে রাজ্যে, সেই কারণেই রাহুলের পদযাত্রার অনুমতি দেওয়া হয়নি বলে বীরভূম জেলা পুলিস সূত্রে খবর।
শুক্রবার সকাল থেকে মুর্শিদাবাদে ঘন কুয়াশার কারণে নবগ্রামের যে এলাকাতে রাহুল গান্ধী বৃহস্পতিবার রাত্রিবাস করেছিলেন সেখান থেকে তাঁর গাড়ির কনভয় ছাড়া নিয়ে কিছু জটিলতা দেখা দেয়।