ভারতী ঘোষকে বঙ্গরত্নে সম্মানিত করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার
নিজস্ব প্রতিবেদন: বঙ্গরত্ন সম্মানে সম্মানিত হচ্ছেন টেবিল টেনিসের শহর শিলিগুড়ির বাসিন্দা ভারতী ঘোষ।
বয়েসের ভারে ঝুঁকে গেলেও এখনও টেবিল টেনিস থেকে সরে যাননি। নতুন প্রজন্মকে শিখিয়ে চলেছেন হাতে ধরে।
বছর ৭৫-এর ভারতী থাকেন একটি ছোট ঘরে। বঙ্গরত্ন সম্মানের কথা শুনে তিনি জানান,''আমার এখনও বিশ্বাস হচ্ছে না''।
উত্তরবঙ্গে টেবিল টেনিসের খ্যাতির মূলে রয়েছেন ভারতী ঘোষ। স্থানীয়রা তাঁকে বাবলি দি নামেই চেনেন।
মান্তু ঘোষ, শুভজিত্ সাহার মতো জাতীয়স্তরের টেবলি টেনিস খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়েছিলেন ভারতীদেবীই।