`গাঁজাখোরদের নিষিদ্ধ করা উচিত`, মাদক মামলায় নাম জড়ানোর পর আক্রমণের মুখে ভারতী-হর্ষ
সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ুর পর মাদক মামলায় নাম জড়িয়ে পড়ে টেলিভিশনের কমেডি কুইন ভারতী সিংয়ের। ভারতীর সঙ্গে মাদক মামলায় নাম জড়িয়ে পড়ে তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ারও। ভারতী এবং হর্ষের বাড়ি থেকে গাঁজা উদ্ধারের পর তাঁদের জিজ্ঞাসাদের জন্য ডেকে পাঠায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয় এই জুটিকে। হর্ষ, ভারতীর গ্রেফতারির পর জোর শোরগোল শুরু হয়ে যায় টেলি টাউনে। যদিও গ্রেফতারির একদিন পরই জামিনে মুক্তি পেয়ে যান এই তারকা জুটি। হর্ষ, ভারতীর মুক্তির পরও তাঁদের নিয়ে বিতর্ক থামছে না। শোনা যাচ্ছে, কপিল শর্মার শো থেকে এবার বাদ পড়তে পারেন ভারতী সিং। যা নিয়ে মুখ খোলেন ক্রুষ্ণা অভিষেক এবং কিকু সারদা। যা-ই হোক না কেন, তাঁরা ভারতীর সঙ্গে আছেন বলে জানান ক্রুষ্ণা। ওই ঘটনার পরই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন হর্ষ। যেখানে তিনি লেখেন, তাঁরা দুজন একসঙ্গে থাকলে, কোনও কিছুকেই পরোয়া করেন না। হর্ষের ওই ছবি এবং ক্যাপশন দেখে নেট জনতার একাংশ জোরদার কটাক্ষ শুরু করেন তাঁদের। হর্ষ, ভারতীকে কখনও 'গাঁজাখোর' বলে কটাক্ষ করা হয়। আবার কখনও 'নেশাড়ু' বলেও করা হয় আক্রমণ। কখনও আাবার কী দিয়ে নেশা করেন বলেও প্রশ্ন করা হয়। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একের পর এক কটাক্ষের জেরে কী বললেন হর্ষ, দেখুন
'গাঁজাখোর' জুটিকে সবাই আনফলো করে দিন। সেই সঙ্গে কপিল শর্মার শোকেও সবাই বয়কট করুন বলে অনেকে মন্তব্য করেন
এক সমালোচক বলেন, আপনারা যা করেছেন, তা কি ভাল কাজ বলে মনে করছেন? আপনাদের সব জায়গা থেকে নিষিদ্ধ করে দেওয়া উচিত। এমন কটাক্ষের মুখে পড়ে হর্ষ বলেন, আপনি এবার শুনে পড়ুন কাকা
ছিলিম দিয়ে নেশা করেন কি না বলেও কটাক্ষ করা হয় হর্ষ, ভারতীকে
ভারতী আপনি কী দিয়ে নেশা করেন? এমন প্রশ্নের মুখে উত্তর দেন হর্ষ। তিনি বলেন, যা আপনি পান না।