প্রজাতন্ত্র দিবসে রাফাল প্রদর্শনে থাকবেন প্রথম মহিলা ফাইটার জেট চালক

Tue, 19 Jan 2021-11:59 am,

নিজস্ব প্রতিবেদন: ভারতীয় বিমান বাহিনীতে যে ৩ মহিলা ফাইটার জেট চালকের পদে নিয়োগ করা হয়েছিল, তাঁদের মধ্যে ভাবনা কান্থ থাকবেন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে। 

রাফাল প্রদর্শন করা হবে প্রজাতন্ত্র দিবসে। ভারতীয় বিমান বাহিনীর বিশেষ ট্যাবলোর অংশ থাকবেন তিনি। যার মূল উদ্দেশ্য মেক ইন ইন্ডিয়ার আদর্শ তুলে ধরা। 

ভাবনা জানিয়েছেন, তিনি ছোট বেলায় টিভিতে দেখতেন  প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজ। কোনও দিনই মিস করেননি। সেই কুচকাওয়াজে আজ তিনি অংশ নিতে চলেছেন।

 

তিনি আরও বলেন,  'রাফাল বা সুখোইয়ের মতো ফাইটার জেট চালাতে দিলেও আমি ভীষণ খুশি হব'।

প্রজাতন্ত্র দিবসে প্রথমবার ভারতের আকাশে উড়বে রাফাল। ভাবনা কান্থের বয়স ২৮। বিহারের বেগুসড়াইয়ের বাসিন্দা। ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে নিতেই ন্যাশেনাল ডিফেন্স অ্যাকাডেমিতে(National Defence Academy)ভর্তি হন। 

তখন সেখানে মহিলা কেউ ছিল না। পরবর্তীকালে বিএমএস কলেজ থেকে মেডিক্যাল ইলেকট্রনিক্সে ইঞ্জিনিয়ারিং করেন ভাবনা। এরপর Indian Air Force(IAF) যোগ দেন।   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link